গভীর রাতে সাপে কামড়ায়, ভর্তি করা হয় হাসপাতালে, প্রবল মনোবলের পরিচয় দিয়ে হাসপাতালের বেডেই বসেই পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী।হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, ভাতাড়ের বালসিডাঙা এলাকার বাসিন্দা ভাতাড় বয়েজ স্কুলের ছাত্র অর্জুন মাঝিকে গতকাল গভীর রাতে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বাঁ-পায়ে সাপে কামড়ায়। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে পরীক্ষা দেওয়ার কথা জানালে স্কুলের সাথে যোগাযোগ করে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। হাসপাতালের বেডে বসে সে ইতিহাস পরীক্ষা দেয়।
Like Us On Facebook