করোনার থাবা বর্ধমান জেলা আদালতে, আক্রান্ত হয়েছেন তিন বিচারক। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তিন বিচারকের এজলাসে ১৫ তারিখ পর্যন্ত কাজ না করার সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারী করল বর্ধমান বার অ্যাসোসিয়েশন।

বার অ্যাসোসিয়েশনের জারী করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাননীয়া সিভিল জজ (সিনিয়র ডিভিশন), বর্ধমান, মাননীয় সিভিল জজ (সিনিয়র ডিভিশন) দ্বিতীয় আদালত, বর্ধমান এবং মাননীয়া ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, বর্ধমান করোনায় আক্রান্ত হওয়ায় বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে যে, আগামী ইংরাজী ০৬.০৭.২০২২ তারিখ হইতে ১৫.০৭.২০২২ তারিখ অবধি উক্ত আদালত কক্ষগুলিতে বর্ধমান বার অ্যাসোশিয়েশনের সদস্য / সদস্যাগণ প্রবেশ করিয়া কোনরূপ কার্য্যাদি সম্পন্ন করিবেন না।

গত কয়েকদিন ধরেই পূর্ব বর্ধমান জেলার করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। মঙ্গলবার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ জন। এর মধ্য শুধুমাত্র বর্ধমান পৌর এলাকাতেই করোনা আক্রান্ত ১৫ জন।

Like Us On Facebook