স্বর্ণ ব্যবসায়ীকে ভুয়ো হলমার্ক সোনার গয়না বিক্রি করে প্রায় ৮১হাজার টাকার প্রতারণার অভিযোগ উঠল দুর্গাপুরে। অভিযোগ, গত ২১ ডিসেম্বর তাপস পাল নামে এক ব্যক্তি নিজেকে দুর্গাপুর ইস্পাত কারখানার কন্ট্রাকটর পরিচয় দিয়ে দুর্গাপুরের ধুনরা প্লটে স্বর্ণ ব্যবসায়ীর কাছে দুটি সোনার চেন বন্ধক রাখেন। বিনিময় নিয়ে যান ৮১ হাজার টাকা। কিন্তু সেই সোনার চেন দুটি সন্দেহের বসে পরীক্ষা করে প্রতারিত স্বর্ণ ব্যবসায়ী অমিত কুন্ডু জানতে পারেন চেন দুটি নকল হলমার্ক যুক্ত।

এরপর রবিবার দুপুরে এক মহিলা একই কায়দায় সোনার চেন নিয়ে এসে বন্ধক দিতে গেলে তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা। আর তাতেই উঠে আসে প্রধান অভিযুক্ত তাপস পালের নাম বলে দাবি করেন দুর্গাপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্য বিশ্বনাথ দাস। পুরো ঘটনায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুরের এ-জোন ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। সোমবার অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ।

Like Us On Facebook