আজ সোমবার দুর্গাপুর ট্রাফিকের সহযোগিতায় নিজের বাড়ির লোকের কাছে ফিরে গেল ১৫ বছরের এক কিশোর। সোমবার বুদবুদ থেকে বাসে করে বেনাচিতিতে তার মাসির বাড়ি আসছিল ওই কিশোর। ভুল বাসে চেপে পড়ায় তাকে বাসের কন্ডাক্টর দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে নামিয়ে দিলে ওই কিশোর কোথায় যাবে ভেবে পাচ্ছিল না। সেই সময় দুর্গাপুর ট্রাফিক পুলিশের নজরে পড়ে ওই কিশোর। পুলিশের সহযোগিতায় ওই কিশোরকে তার পরিবারের সাথে যোগাযোগ করে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ কর্মীরা।
জানা গেছে, বুদবুদের সুরজ রজক নামে ১৪ বছরের এক কিশোর আজ বুদবুদ থেকে বাস ধরে দুর্গাপুরের বেনাচিতিতে মাসির বাড়ি আসছিল। ভুল বাসে উঠে পড়ায় বাস কর্মী তাকে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে নামিয়ে দেয়। এরপর সে কিভাবে মাসির বাড়ি পৌঁছবে তা বুঝতে না পেরে ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। ব্যাপারটি ওই জায়গায় কর্মরত ট্রাফিক পুলিশের নজরে আসে। এরপর পুলিশকর্মীরা সুরজের কাছে থেকে তার মাসির বাড়ির ঠিকানা জেনে তার মেসোর হাতে তুলে দেয় পুলিশ।