সিপিআই(এম) পূর্ব বর্ধমান জেলা কমিটির নতুন সম্পাদক হলেন সৈয়দ হোসেন। এর আগে এই পদে ছিলেন অচিন্ত্য মল্লিক। রাজ্য কমিটি ও পার্টি কমিটির নির্দেশিকার ভিত্তিতে জেলা কমিটিতে থাকার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সত্তর বছর। বয়স বৃদ্ধির কারণে বর্ধমান জেলা কমিটি থেকে ছ’জনকে সরানো হল। তাঁরা হলেন, সুকান্ত কোঁয়ার, অঞ্জন চট্টোপাধ্যায়, দুর্যোধন ধর, গণেশ চৌধুরী, মহফুজ রহমান, কমল সরকার। পাঁচজন মারা গিয়েছেন, একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বারো জনকে কমিটিতে আনা হয়েছে। যার মধ্যে আটজন এরিয়া সেক্রেটারি, খণ্ডঘোষ ১ ও ২, গলসি ১, কাটোয়া ১, পূর্বস্থলী ২, কালনা ২। চার জন নতুন। দু’জন মহিলা রয়েছেন, তাঁরা কালনা ও জামালপুরের। স্বল্প বয়সী অনির্বাণ রায়চৌধুরী ও অশোক সাঁতরাকে ফ্রন্টের সম্পাদক কমিটিতে আনা হয়েছে। জেলার প্রাক্তন সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন, বয়সের কারণে ছ’জনকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে কমিটিতে। পাশাপাশি পিছিয়ে পড়া মানুষদের সামনে আনা হবে। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে হয়েছে জেলা কমিটি।