বেপরোয়া এক লরির ধাক্কায় ২ নম্বর জাতীয় সড়কে সোমবার সাত সকালেই প্রাণ গেল এক তরতাজা যুবকের। মৃত যুবকের নাম পঙ্কজ সাউ। দুর্গাপুরের বেনাচিতির নতুন পল্লীর বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের পিয়ালার কাছে।
সোমবার সকালে জাতীয় সড়ক ধরে একটি স্কুটি চালিয়ে ভিড়িঙ্গী মোড়ের দিকে আসার সময় পিয়ালার কাছে বর্ধমান থেকে আসানসোলগামী একটি বালি বোঝাই লরি পঙ্কজের স্কুটিকে সজোরে ধাক্কা মারে। স্কুটি সহ পঙ্কজ লরির নীচে ঢুকে গেলে লরিটি বেশ কিছুটা টেনে যায় তাকে। ঘটনাস্থলেই পঙ্কজ সাউ মারা যায়। এদিকে অবস্থা বেগতিক বুঝে লরির চালক ও খালাসি লরি ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ এসে ঘাতক লরিটিকে আটক করে চালক ও খালাসির খোঁজ শুরু করেছে। মৃতের বাড়িতে দুর্ঘটনার খবর দিয়ে পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় ।
Like Us On Facebook