দুর্গাপুর ইস্পাত কারখানায় রবিবার মধ্য রাতে ভয়াবহ গ্যাস লিকে দুই শ্রমিকের মৃত্যু ও ৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ সকলকে ডিএসপি মেন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুর্গাপুর মিশন হাসপাতলে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় দুর্গাপুরে শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়ায়।

ডিএসপি সূত্রে জানা গেছে, ডিএসপির কোক ওভেন প্ল্যান্টের ৩ নম্বর ব্যাটারির কাছে রাত ২টোর সময় কাজ সেরে ঠিকা শ্রমিকরা বিশ্রাম নিচ্ছিল। সেই সময় হঠাৎ বিষাক্ত গ্যাস লিকের ঘটনা ঘটে। গ্যাসের তীব্রতা সহ্য করতে না পেরে মারা যায় দুর্গাপুরের আরতি গ্রামের ঠিকা শ্রমিক শেখ হাফিজুল ও জামগড়ার সমীর চক্রবর্তী। গুরুতর অসুস্থদের মধ্যে আশঙ্কাজনক স্টিল টাউনশিপ এডিসনের প্রবীর বোস ও আমরাই-এর শেখ ফরিউদ্দিন। এই দুই শ্রমিককে দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ডিএসপি মেন হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে। মৃত ও আহত সব শ্রমিক শিবম ইঞ্জিনিয়ারিং নামে এক ঠিকা সংস্থার মাধ্যমে ডিএসপিতে ঠিকা শ্রমিক হিসাবে কাজ করত বলে ডিএসপি সূত্রে জানা গেছে।

সোমবার সকালে ডিএসপিতে গ্যাস লিকে শ্রমিক মৃত্যুর খবরে শ্রমিক মহল ক্ষোভে ফেটে পড়ে। বার বার গ্যাস লিকের ঘটনায় ঠিকা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় চারশ ঠিকা শ্রমিক সোমবার ডিএসপি কারখানার ইডি ওয়র্কস দপ্তর ঘেরাও করে। ঠিকা শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠনগুলিও আন্দোলনে নামছে বলে খবর।

Like Us On Facebook