বুধবার সাত সকালে একটি কয়লা বোঝাই ট্রাক জাতীয় সড়কে একটি চলন্ত ট্যাঙ্কারে ধাক্কা মেরে ফের রাস্তার পশে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাকে ধাক্কা মেরে থেমে যায়। জানা গেছে, ঘটনার পর কয়লা বোঝাই ট্রাকের চালক ও খালাসি বিপদ বুঝে ট্রাক ছেড়ে চম্পট দেয়। এই ঘটনায় বড় রকমের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি না হলেও বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পথচলতি মানুষজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বর্ধমানের দিক থেকে একটি কয়লা বোঝাই ট্রাক দুর্গাপুরের দিকে আসছিল। হঠাৎ করে ট্রাকটি গতি বাড়িয়ে একটি ট্যাঙ্কারকে ওভারটেক করতে যায়। এরপরেই কয়লা বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মেরে ফের জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। এরপরেই অবস্থা বেগতিক দেখে লরির চালক ও খালাসি চম্পট দেয়। রাস্তায় সাময়িক যানজট সৃষ্টি হলেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাতীয় সড়ক যানজট মুক্ত করে ফের গাড়ি চলাচল স্বাভাবিক করে।

Like Us On Facebook