.

কলকাতায় ‘পিঙ্ক টেস্ট’ খেলে মঙ্গলবার সকালে দুর্গাপুর ঘুরে গেলেন বাংলাদেশী ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। দুর্গাপুরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এসে এদিন মেহেদী হাসান মিরাজ স্কুলের পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং ব্যাট হাতে মাঠে নেমে পড়েন পড়ুয়াদের সঙ্গে। হাতের কাছে একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে পেয়ে স্কুলের পড়ুয়া সহ স্কুল কর্তৃপক্ষের মধ্যে চরম উৎসাহের সৃষ্টি হয়। অটোগ্রাফ শিকারিদের অটোগ্রাফ দেওয়ার ফাঁকে কলকাতায় অনুষ্ঠিত গোলাপী টেস্টের অভিজ্ঞতা শেয়ার করে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ক্রিকেটে ভারত অনেক অভিজ্ঞ। সাম্প্রতিক সময়ে আমরাও ভালো ক্রিকেট খেলেছি তবে ক্রিকেটে ভারতের কাছে এখনও আমাদের অনেক শেখার আছে। আমারা শাকিব আল হাসানকে খুব মিস করেছি। আমি চাই ও খুব দ্রুত দলে ফিরুক।’

Like Us On Facebook