দশ চাকা ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা স্কুটি আরোহীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায়। মৃতার নাম সবিতা কর্মকার। দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার রবীন্দ্রপল্লীর এ ব্লকের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কর্মস্থলে যাওয়ার সময় গ্যামন ব্রিজের আইল্যান্ড ঘুরে ডিভিসি মোড় অভিমুখে যাওয়ার সময় গ্যামন ব্রিজের আইল্যান্ডের কাছেই হ্যানিম্যান সরণি দিয়ে আসা একটি দশ চাকার ট্রাক স্কুটি আরোহী সবিতা কর্মকারকে সজোরে ধাক্কা মারলে সবিতাদেবী স্কুটি সহ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ এসে সবিতাদেবীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সবিতাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয় মানুষ প্রশ্ন তোলেন, দুর্ঘটনাস্থলে সিভিক ভলান্টিয়ার থাকা সত্ত্বেও কেন এই ধরণের মর্মান্তিক ঘটনা ঘটল? ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে আরও সক্রিয় হওয়ার দাবি জানান স্থানীয় মানুষ। জানা গেছে, গত কয়েকদিন ধরে দুর্গাপুর রেল স্টেশন সংলগ্ন উড়াল সেতুটি বাঁকুড়া মোড় এলাকায় বন্ধ রাখা হয়েছে। স্বভাবতই দূরদূরান্তের মালবাহী ভারী গাড়ি সব গ্যামন ব্রিজের রাস্তা দিয়ে ডিভিসি মোড়ের দিকে যাচ্ছে। তাই গ্যামন ব্রিজ সংলগ্ন এলাকার রাস্তা এখন অত্যধিক গাড়ি চলাচলে দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে। স্থানীয় মানুষ তাই এই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করার দাবি জানান।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?