লোকসভা নির্বাচনের পর বিজেপির দখল নেওয়া পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার পালিতপুর এলাকায় ৮টি কারখানার শ্রমিক সংগঠনের পুনরায় দখল নিল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সোমবার সকালে পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি ইফতিকার আহমেদ ওরফে পাপ্পুর নেতৃত্বে বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস, ব্লক সভাপতি কাকলি গুপ্ততা, তৃণমূল নেতা নুরুল আলম সহ এলাকার তৃণমূল নেতারা দেওয়ানদিঘি থানার পালিতপুর শিল্পতালুক এলাকায় পরপর ৮টি কারখানায় গিয়ে বিজেপির পতাকা নামিয়ে সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা লাগিয়ে দেন। যদিও এব্যাপারে বিজেপির পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।

ইফতিকার আহমেদ জানিয়েছেন, লোকসভা নির্বাচনের পর থেকেই গায়ের জোরে বিজেপি এই সমস্ত কারখানায় তৃণমূলের পতাকা ফেলে দিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। গায়ের জোরে এই ঘটনা তাঁরা মোটেও বরদাস্ত করবেন না। তিনি জানিয়েছেন, বিজেপি কারখানায় শ্রমিক সংগঠন করলে তাঁদের সদস্য থাকলে তাঁরা নিশ্চয়ই বিজেপির পতাকা লাগাতে পারেন। কিন্তু তা না করে কেবলমাত্র তৃণমূলের পতাকা নামিয়ে দিয়ে সেখানে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার জন্যই এদিন তাঁরা বিজেপির পতাকা নামিয়ে দিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপির এই কর্মকাণ্ডে এলাকার তৃণমূল শ্রমিকরা চুপ করে ছিলেন। কিন্তু এদিন বিজেপির পতাকা নামিয়ে আইএনটিটিইউসির পতাকা লাগানোর পরই তাঁরা পুনরায় উজ্জীবিত হয়ে সংগঠনের কাজ শুরু করে দিয়েছেন। পাশাপাশি এদিন ২১ জুলাইয়ের সমর্থনে তৃণমূলের পক্ষ থেকে মিছিল করা হয় ওই এলাকায়।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook