বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হল দুর্গাপুরের শ্যামপুর নডিহার মোড়ে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে কোক ওভেন থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গেছে, কোক ওভেন থানার পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
স্থানীয় মানুষ জানান, স্থানীয় রবীন্দ্রপল্লীর সি-ব্লকের বাসিন্দা ননী গোপাল মন্ডল (৬৫) সাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার সময় একটি বালি বোঝাই ট্রাক ননী গোপাল মন্ডলকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ননী গোপাল মন্ডলের। এরপরেই স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় মানুষের অভিযোগ, ব্যস্ত শ্যামপুর নডিহার মোড়ের উপর দিয়ে বেপরোয়াভাবে সর্বক্ষণ বালি বোঝাই ট্রাক যাতাযাত করছে। প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন স্থানীয় মানুষ অথচ পুলিশ প্রশাসনের কোন হেলদোল নেই। স্থানীয় মানুষ অবিলম্বে এই ভাবে বেপরোয়া বালি বোঝাই ট্রাক যাতাযাতের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা জারির দাবি জানায়।