মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় শহরকে জঞ্জালমুক্ত রাখতে ১৮টি গাড়ির উদ্বোধন করলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি। বৃহস্পতিবার এই গাড়িগুলির উদ্ধোধন করেন মেয়র। জানা গেছে, বাড়ি বাড়ি গিয়ে এই গাড়িগুলি আবর্জনা সংগ্রহ করবে।

নগর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডের অধীন সগরভাঙায় আয়োজিত এই অনুষ্ঠানে মেয়র দিলীপ অগস্থি, নগর নিগমের চার নম্বর বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, স্থানীয় পুরপিতা সুনীল চ্যাটার্জী সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অগস্থি বলেন, ‘দুর্গাপুরের বাড়ি বাড়ি সংগ্রহ করা আবর্জনা পচনশীল ও পচনশীল নয় এই দুই ভাগে ভাগ করে শহরকে জঞ্জালমুক্ত করার প্রক্রিয়াটি চলবে। এই অনুষ্ঠানের পরে দুর্গাপুরের বিভিন্ন এলাকার নয়টি জায়গায় ভাগ করে গাড়ি গুলিকে পাঠানো হয় জঞ্জাল সংগ্রহের জন্য। ধীরে ধীরে আরও বেশ কয়েকটি গাড়ি নামানো হবে শহরে বলে জানান দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি।

Like Us On Facebook