ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক খালাসির। ঘটনাটি ঘটেছে শনিবার কাঁকসায় বাঁশকোপার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়। একটি দশ চাকার ট্রাক ঘোরানোর সময় অসাবধান বশত এক ব্যাক্তিকে পিষে দেয়। পরিস্থিতি বেগতিক বুঝে ঘাতক ট্রাকটির চালক এলাকা ছেড়ে পালয়।

স্থানীয়রা জানান, এদিন বাঁশকোপার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় একটি ট্রাক ঘোরাতে গেলে ট্রাকের সামনের চাকার নীচে চাপা পড়েন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে চালক এলাকা ছেড়ে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের অনুমান মৃত ব্যাক্তি সম্ভবত ঘাতক ট্রাকটির খালাসি। স্থানীয় মানুষ কাঁকসা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। মৃত ব্যক্তির পরিচয় জানতে পুলিশ তাঁর পকেটে থাকা মোবাইল বের করে মোবাইলের নম্বরের সূত্র ধরে তাঁর বাড়িতে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Like Us On Facebook