মঙ্গলবার দুর্গাপুরের গ্যামন ব্রিজের রোটারির কাছে দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী স্কুটি আরোহী সবিতা কর্মকারকে দশ চাকার ট্রাক ধাক্কা মারলে ঘটনাস্থলেই সবিতাদেবী মারা যান। সেই মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ফের এক সাইকেল আরোহীকে একটি ট্রাক ধাক্কা মেরে পালিয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হল সাইকেল আরোহীর। সাইকেলে বাবার সঙ্গে ছিল একটি শিশুও। বরাত জোরে প্রাণে বেঁচে যায় শিশুটি। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ারদের উপর চড়াও হয়।

এদিনের ঘটনার পর স্থানীয় মানুষ পুলিশের নিষ্ক্রিয়তার জন্য বার বার একই স্থানে মৃত্যু মিছিল ঘটছে বলে অভিযোগ করেন। এই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর স্টেশন রোড অবরোধ করে রাখেন স্থানীয় উত্তেজিত জনতা। পুলিশ ও জনতার মধ্যে খন্ডযুদ্ধ বেধে যায়। জানা গেছে, চার সিভিক ভলান্টিয়ারকে উত্তেজিত জনতা মারধর করে। পুলিশ তাদের উদ্ধার করতে লাঠিচার্জ করে। পুলিশ সিভিক ভলান্টিয়ারদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার জেরে গ্যামন ব্রিজ এলাকার দুর্ঘটনাস্থল বৃহস্পতিবার দুপুরে বেশকিছুক্ষণ রণক্ষেত্রের চেহারা নেয়। পরে পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে আনে।


Like Us On Facebook