প্রত্যেকে এক একটি গাছ লাগিয়ে সেই গাছ দত্তক নিলেন পড়ুয়ারা। শুধু গাছ লাগিয়ে দায় সাড়াই নয়। গাছগুলিকে মমতা দিয়ে লালন করার দায়িত্বও নিলেন বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির(ইউআইটি) পড়ুয়ারা।
প্রতিবছর পালিত হয় বনমহোৎসব, বৃক্ষরোপণ উৎসব। ঘটা করে গাছ লাগানো হয়। তারপর সেই চারা গাছের আর খবর রাখা হয়না অনেকেরই। সেই উপলব্ধি থেকেই শুধু গাছ লাগানো নয়, সেই গাছ সযত্নে বড় করার দায়িত্বও নিলেন পড়ুয়ারা। আজ ইউআইটির দেড়শো পড়ুয়া একটি করে চারাগাছ লাগালেন। সেই সব চারাগাছের পাশে লেখা থাকবে সেই গাছ দত্তক নেওয়া অভিভাবকের অর্থাৎ পড়ুয়ার রোল নম্বর। কলেজের বাকি দিনগুলো সেই গাছের প্রতি নজর রাখবেন পড়ুয়ারা। গাছে প্রয়োজনে জল সার দেবেন সেই পড়ুয়া। গাছ রুগ্ন হলে বা বৃদ্ধিতে কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তাঁরা। আমরা যেমন সন্তানদের ডাক্তার দেখাই ঠিক তেমনই। কলেজের শেষ দিনে তিল তিল করে বড় করে তোলা সেই গাছের দেখভালের দায়িত্ব দিয়ে যাবেন আগামী ব্যাচের পড়ুয়াদের। সেই সন্তানসম গাছটিকে একবার চোখের দেখা দেখতে সুযোগ পেলে হয়তো একবার করে কলেজেও আসবেন তাঁরা।