দুর্গাপুর-ফরিদপুর ব্লকে নির্বাচনী ডিউটি সেরে মেদনীপুর যাওয়ার পথে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত একটি ট্রাক উল্টে গেল ধবনি-বিজরার মাঝে একটি ব্রিজের নীচে। আকস্মিক এই ঘটনায় ট্রাকের চালক ও খালাসি সহ ৭ জন কমবেশি আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় আইকিউ সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপুর-ফরিদপুর ব্লকে সোমবার লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ডিউটি সেরে মেদিনীপুরে পরবর্তী দফার ভোটে ডিউটি করতে একটি ট্রাকে যাচ্ছিলেন। দুর্গাপুর-ফরিদপুরের ধবনি-বিজরার মাঝে একটি পুরানো সেতুর উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নীচে পড়ে যায় বলে জানা গেছে। এই ঘটনায় ট্রাকের চালক ও খালাসি সহ ৭ জনকে উদ্ধার করে দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুরের মহকুমাশাসক তথা রিটার্নিং অফিসার অনির্বাণ কোলে ঘটনার কথা স্বীকার করে নিয়ে বলেন, ‘আহত জওয়ানদের এবং ট্রাকের চালক-খালাসির চিকিৎসা চলছে।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?