পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শেষদিনেও অশান্তি অটুট রইল দুর্গাপুর মহকুমা প্রশাসন কার্যালয়ে। শাসক দল তৃণমূল কংগ্রেসের মনোনয়নপত্র ঠিকঠাক জমা হলেও বিরোধী দলের অনেক প্রার্থীই শাসক দলের বাধার সম্মুখীন হয়ে মনোনয়ন পত্র জমা করতে পারেন নি বলে অভিযোগ।

এদিন পান্ডবেশ্বর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী ঘনশ‍্যাম রাম মনোনয়নপত্র জমা দিতে এসে‌ দুর্গাপুর মহকুমা প্রশাসন কার্যালয়ে আক্রান্ত হন বলে অভিযোগ। তাঁকে টেনে হিঁচড়ে প্রশাসনিক ভবন থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘনশ‍্যামবাবুর অভিযোগ, তাঁকে তলপেটে লাথি মারা হয়েছে। এই ছবি তুলতে গিয়ে সংবাদ মাধ্যমকেও বাধার সম্মুখীন হতে হয়। এক চিত্র সাংবাদিকের মোবাইলও কেড়ে নেওয়া হয়। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের চাপে পড়ে মোবাইলটি ফেরৎ দিয়ে দেওয়া হয়। এদিকে আহত ঘনশ‍্যামবাবুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এদিন সিটি সেন্টারের সিপিএম কার্যালয়ে ঢুকে শাসক দলের দুষ্কৃতীরা দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র ছিঁড়ে দেয় বলে অভিযোগ সিপিএম কর্মীদের।

সোমবার মনোনয়ন পর্ব চলাকালীন আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি দুর্গাপুর প্রশাসনিক কার্যালয়ে পান্ডবেশ্বরের পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থীদের মনোনয়নের কাজ নজরদারি করতে এলে বিজেপি কর্মীদের অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যম প্রশ্ন করলে মেজাজ হারিয়ে জীতেন্দ্র তেওয়ারি উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মীদের উদ্দেশ্যে কটু কথা বলেন।


Like Us On Facebook