দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সিএন ব্লকে এক আধিকারিকের কোয়ার্টারে রবিবার রাতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। জানা গেছে, ডিপিএলের আধিকারিক ইন্দ্রজিৎ পাল শ্বাশুড়ির অসুস্থতার জন্য রবিবার বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে রবিবার রাতে চোরের দল বাড়ির জানালার রড বেঁকিয়ে বাড়িতে ঢুকে সর্বস্ব চুরি করে পালায়।

ইন্দ্রজিৎবাবু সোমবার সকালে বাড়িতে ফিরে দেখেন বাড়ি তছনছ অবস্থায় রয়েছে। বেশ কিছু সোনার গহনা চুরি গেছে বলে অভিযোগ ইন্দ্রজিৎ পালের। সোমবার ইন্দ্রজিৎবাবু কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ডিপিএলের সিএন ব্লকে কয়েক মাসে বাড়ি ফাঁকা থাকার সুযোগে পরপর চুরির ঘটনা ঘটেছে। কোন ঘটনারই এখনও কিনারা হয়নি। স্বাভাবিকভাবেই এরপর রবিবার রাতে ফের সিএন ব্লকে চুরির ঘটনা ঘটায় ডিপিএলের সিএন ব্লকের বাসিন্দারা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন।

Like Us On Facebook