কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হানায় শহিদ সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে ও ক্লাবের সদস্য স্বর্গীয় খোকন দত্তের স্মরণে দুর্গাপুরের টেটিখোলা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির ও ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার সূচনা করেন দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি, জল দফতরের মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায় ও পৌরমাতা ডা. ছবি নন্দী।

বীর শহিদদের এদিন শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রক্তদান শিবিরের উদ্ধোধন করা হয়। ২৭ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। ২২ জন পুরুষ ও ৫ জন মহিলা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। একই মঞ্চে এদিন ছোটদের বসে আঁকো প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে শংসাপত্র তুলে দেন সমাজসেবী কল্যাণ আশীষ ঘোষ ও বিজন বন্দ্যোপাধ্যায়।





Like Us On Facebook