দুর্গাপুরের স্টেশন বাজার সংলগ্ন এসবি মোড়ে শনিবার রাতে একটি চিপস ভর্তি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ডাম্পারের চালক ও খালাসি গুরুতর আহত হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় মানুষজন জানান, পুলিশের চেকিং এড়িয়ে পালাতে গেলে পুলিশের তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি উল্টে যায়। স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশ রাতের অন্ধকারে এসবি মোড় এলাকায় জোর করে লরি-ডাম্পারের চালকদের কাছ থেকে টাকা তোলে। কোন লরি বা ডাম্পার পুলিশের নজর এড়িয়ে বেরিয়ে গেলেই পুলিশের গাড়ি সেই সব গাড়ির পিছনে ধাওয়া করে। স্থানীয়দের অভিযোগ, পালাতে গিয়ে ডাম্পারটি যেভাবে রাস্তার পাশে উল্টেছে তাতে প্রাণহানি ঘটতে পারত। কারণ ওই এলাকায় রাস্তার পাশেই আছে বেশ কিছু বাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি রাতের অন্ধকারে কোন বাড়িতে ঢুকে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

ঘটনার পর স্থানীয় মানুষ পুলিশের এই জুলুমবাজির প্রতিবাদে শনিবার এসবি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তব্যরত পুলিশ আধিকারিকরা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।


Like Us On Facebook