দুই ট্রেকারের রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি ট্রেকার। গুরুতরভাবে আহত ৮ জন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে জামালপুরের মহিন্দর বড়পুল এলাকায়।পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, জামালপুর-মেমারি ভায়া জৌগ্রাম ও খানপুর-মেমারি ভায়া জৌগ্রাম রুটের দুটি ট্রেকার যাত্রী তোলা নিয়ে রেষারেষি শুরু করে। দুটি ট্রেকারই দ্রুতগতিতে চলতে থাকায় খানপুর-মেমারি রুটের ট্রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খালে নেমে যায়। ঘটনায় আহত হয় ৮ জন। তাঁদের উদ্ধার করে জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমানের অনাময় হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। ট্রেকারটি উল্টে গেলে আরও বড়সড় বিপদ ঘটত বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
Like Us On Facebook