জমি বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে জখম চারজন। ঘটনাটি ঘটেছে কাঁকসা ব্লকের অন্তর্গত কেটেন গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। ঘটনায় জখম সুরজিৎ ঠাকুর জানিয়েছেন, তাঁদের পুরানো বাড়ি ভেঙে তাঁরা নতুন করে বাড়ি তৈরি করছিলেন। এক প্রতিবেশী তাঁদের কিছুটা জমি দখল করে রাখার পরে আরও জমি দখল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তাঁর। এই বিষয়ে দুই প্রতিবেশী ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আদালতের রায় পাওয়ার পর আদালতের নির্দেশেই তাঁরা পুনরায় বাড়ির নির্মাণ কাজ শুরু করেন।

সুরজিৎবাবুর অভিযোগ, আজ সন্ধ্যায় তাঁদের এক প্রতিবেশী দলবল নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে তাঁদের উপর চড়াও হয়। তাঁকে এবং তার মা ও পরিবারের আরও দু’জনকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুই পরিবারের সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঁকসার কেটেন গ্রামে। আহত সুরজিৎ ঠাকুর ও তাঁর পরিবার দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

Like Us On Facebook