বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী ঝড়ে দুর্গাপুর মহকুমার কোথাও গাছ ভেঙে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। আবার কোথাও বজ্রপাতে মৃত্যু হয় গ্রামবাসীর। কালবৈশাখীর দাপটে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত দুর্গাপুরের বিভিন্ন এলাকা সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় গৃহবন্দি মানুষের ভোগান্তি বাড়ে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে প্রবল বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জামগড়ায় এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়। মৃতের নাম উদয় রুইদাস (৪২)। মৃতের ভাই আনন্দ রুইদাস বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ঝড়-বৃষ্টির সময় দাদা উদয় রুইদাস পুকুর গিয়েছিল। কিন্তু রাত আটটা পর্যন্ত পুকুর থেকে দাদা না ফেরায় আমরা পুকুরে গিয়ে দেখি দাদার মৃতদেহ পড়ে রয়েছে। বাজ পড়েই দাদার মৃত্যু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। খবর পেয়ে ফরিদপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় গোটা জামগড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অপরদিকে, অন্ডালের উখরার হাট তলার রাধাগোবিন্দ জীউ মন্দির সংলগ্ন এলাকায় রাস্তার উপর একটি বিশাল আকৃতির গাছ কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়লে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। রাস্তায় একটি ১১০০০ ভোল্টের তারও ছিঁড়ে পড়ে। লকডাউন এবং ঝড়-বৃষ্টির কারণে রাস্তায় যেহেতু কোন জনপ্রাণী ছিলনা তাই কোন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে গাছ ভেঙে পড়ায় একটি দোকান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় প্রবল ঝড়ের কারণে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে অবশ্য ফের বিদ্যুৎ চলে আসে।