করোনার প্রকোপ একটু কমতেই বেশ কয়েকদিন ধরেই অসচেতনতার ছবি ধরা পড়ছে দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। ঘড়িতে রাত ৮ টা পার হলেও দোকান-বাজার খোলা। রাত ৯টা বেজে গেলেও মানুষ ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। সামাজিক দূরত্ব শিকেয় তুলে চলছে বাজার-হাট, এমনই সব অভিযোগ পাওয়ার পরই শনিবার সন্ধ্যা থেকে ফের বেনাচিতি বাজার, সিটি সেন্টার সহ বেশ কিছু বাজারে অভিযানে নামে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর থানার পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট) অভিষেক গুপ্তা। এই অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান ডিসিপি অভিষেক গুপ্তা।
Like Us On Facebook