করোনার তৃতীয় ঢেউ রুখতে এবার তৎপর হল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কাঁকসা থানার পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে পানাগড় বাজার সহ বিভিন্ন এলাকায় থানার পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সমস্ত ব্যবসায়ীদের রাত ৮ টার পর সমস্ত দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

করোনার তৃতীয় ঢেউ রুখতে কাঁকসা থানার পুলিশের পাশাপাশি এদিন পথে নামেনি কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি ও কাঁকসার এসিপি। শনিবার সন্ধ্যায় পানাগড় বাজারের সমস্ত ব্যবসায়ীদের রবিবার থেকে সমস্ত দোকান রাত ৮ টার মধ্যে বন্ধ করে দেওয়ার আবেদন করেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি মাস্ক ছাড়া কোন ক্রেতাকে দোকানে ঢুকতে না দেওয়ার জন্য আবেদন করেন পুলিশ কর্মীরা। সাধারণ মানুষদের উদ্দেশ্যে মাইকিং করে সন্ধ্যার পর অযথা ঘোরাঘুরি করতে নিষেধ করা হয় এবং অতি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হলে মাস্ক পড়া বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়।

Like Us On Facebook