.

একটা সময় এএসপি কারখানা বাঁচাতে সিটু ও আইএনটিইউসির সঙ্গে যৌথ আন্দোলনে সাড়া না দিলেও লোকসভা নির্বাচনের পর পরিস্থিতি বদলে যেতেই অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে সমস্ত শ্রমিক সংগঠনকে এক মঞ্চে দাঁড়িয়ে যৌথ আন্দোলনের ডাক দিলেন তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার অ্যালয় স্টিল প্ল্যান্টের সামনে এএসপি কারখানার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায় সমস্ত ট্রেড ইউনিয়নগুলিকে একজোট হয়ে আন্দোলন করার আহ্বান জানান। সোমনাথ চট্টোপাধ্যায় এদিন বলেন, ‘এখন আর রঙ দেখে রাজনীতি করলে চলবে না। ভেদাভেদ ভুলে সকল দলকে এক মঞ্চে দাঁড়িয়ে যৌথ ভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। না হলে এএসপি কারখানা বাঁচাতে যে আন্দোলন শুরু হয়েছে তার গতি হারিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘ এএসপি কারখানা বাঁচাতে আমরা যে কোন মূল্য দিতে প্রস্তুত। প্রয়োজনে জীবন দিয়েও এএসপি কারখানা বাঁচাবোই।’

Like Us On Facebook