.

বৃহস্পতিবার সাত সকালে দুর্গাপুরের কাদারোডের কাছে একটি স্কুলের পুলকারে আগুন ধরে গেলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, কচিকাঁচাদের নিয়ে দুর্গাপুরের স্টিল টাউনশিপের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আসছিল গাড়িটি। জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে কাদারোডের কাছে আসতেই হঠাৎ করে গাড়িতে আগুনের ফুলকি দেখা যায়। তড়িঘড়ি পুলকারের চালক গাড়িটি থামিয়ে কচিকাঁচাদের গাড়ি থেকে নামিয়ে দেন নিরাপদে। তারপর গাড়ির আগুন নেভান চালক। পুলকার চালকের দাবি, শর্ট সার্কিটের ফলে গাড়িতে আগুন লাগে যায়। কোন ক্ষয়ক্ষতি হয়নি। তৎপরতার সঙ্গে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। পরে নিরাপদেই কচিকাঁচাদের ‌স্কুলে পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে। দুর্গাপুরে বার বার বিভিন্ন স্কুলের পুলকারে আগুন ধরার ঘটনায় চিন্তিত অভিভাবকরা।

Like Us On Facebook