দখল হওয়া পার্টিঅফিস পুনরুদ্ধার বা দলের কোনও কর্মী বিপদে পড়লে তাঁকে উদ্ধার করতে তৃণমূল কংগ্রেসের ক্যুইক রেসপন্স টিম মাত্র দু’ঘণ্টায় বিজেপিকে উচিত শিক্ষা দিয়ে দেবে। শনিবার দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে মিছিলে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে এই হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি।
জিতেন্দ্র তিওয়ারি এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। এর থেকে প্রমাণ হয় দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়নি। ইভিএমে কারচুপি করেই বিজেপি জিতেছে লোকসভা নির্বাচনে। জিতেন্দ্র তিওয়ারি এদিন দলীয় কর্মীদের নির্দেশ দেন ভিড়িঙ্গী থেকে প্রান্তিকা পর্যন্ত নাচন রোডে প্রতিটি পোলে বিজেপির পতাকা লাগানো রয়েছে। এবার থেকে একটি বিজেপির পতাকার জন্য চারটি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা লাগাতে হবে দলীয় কর্মীদের। এদিনের সভায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটকও বক্তব্য রাখতে গিয়ে লোকসভা নির্বাচনে বিজেপির জয়কে ইভিএম মেশিনে কারচুপির মাধ্যমে জয় বলে দাবি করেন। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ডাকে এদিনের মিছিলে প্রচুর মানুষ পা মেলান।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?