শুক্রবার রাতে দুর্গাপুরের প্রান্তিকা ফাঁড়ির উপর বোমাবাজি ও ইটবৃষ্টি করার অভিযোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্মকর্তারা ধৃত ৩ মহিলা সহ ৩৯ জনকে শনিবার সকালে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দুর্গাপুর আদালতে হাজির করল। শুক্রবার রাতের ঘটনায় শনিবারও প্রান্তিকার দুই পুরানো বস্তি তালতলা ও নিশান হাট বস্তি এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। শুক্রবার রাতে যে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় তার প্রমাণ পাওয়া যায় দিনের আলো ফুটতেই। গোটা এলাকায় ইটের টুকরো ও বোমাবাজির চিহ্ন দেখা যায়।
বস্তিবাসীদের অভিযোগ, পুলিশ বিনা কারণে বস্তিবাসীদের উপর লাঠিচার্জ করে এবং বাড়ির জানলা, দরজা ও টোটো ইত্যাদি ভেঙে দেয় এবং নিরপরাধদের পুলিশ রাতের অন্ধকারে আটক করে নিয়ে যায়। শনিবার সকালেও পুলিশের বিরুদ্ধে চাপা ক্ষোভে ফুটতে দেখা যায় গোটা এলাকা। গাঁজা কিনতে এক কিশোর রাজি না হওয়ার জেরে বস্তি এলাকায় দুই পরিবারের মধ্যে গন্ডগোলের রাশ টানতে গিয়ে পুলিশকে যেভাবে আক্রমণ করল বস্তিবাসীরা এবং এই সুযোগে একদল দুষ্কৃতি প্রান্তিকা ফাঁড়ি ও পুলিশের উপর যেভাবে ইটবৃষ্টি ও বোমাবাজি করে হামলা চালাল তা দুর্গাপুরের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা বলে পুলিশ কর্তা থেকে সুশীল সমাজ মনে করছেন।
সব চেয়ে আশ্চর্যের বিষয় দিনমজুরদের বাসস্থান বলে পরিচিত নিশান হাটের দিক থেকে ফাঁড়ির দিক লক্ষ করে ইটবৃষ্টির সঙ্গে সঙ্গে ব্যাপক বোমাবাজি করা হয় এবং ফাঁড়ির ঢিল ছোড়া দুরত্বে নিশান হাটে কি করে এত বোমা মজুদ করা হল সেই বিষয়টি নিয়েও পুলিশের পদস্থ কর্মকর্তারা শনিবার সারাদিন আলোচনা করেন।
এই ঘটনা কি কেবল গাঁজা কেনাকে কেন্দ্র করে গন্ডগোলের জের নাকি শাসকদলের অনুগত নেতা-কর্মীদের প্রান্তিকা টোটো স্ট্যান্ডের তোলাবাজির বিরুদ্ধে এলাকার মানুষের ক্ষোভ, সেই দিকটিও খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নেমেছে। এদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান মৃগেন পাল এই ঘটনার জন্য বিজেপির বাড়বাড়ন্ত ও উস্কানিকে দায়ি করেছেন।
বিজেপি নেতারা এই ঘটনার সঙ্গে বিজেপির কোন যোগ নেই বলে সাফ জানিয়েছেন। বিজেপি নেতা অভিজিৎ দত্ত বলেন, ‘শাসকদলের হাত থেকে নিশান হাট বস্তি এলাকা সম্পুর্ণভাবে বিজেপির দখলে চলে যাওয়া দেখে মৃগেন পালরা ভয় পেয়ে এখন এলাকায় দুষ্কৃতি দিয়ে অশান্তি সৃষ্টি করছেন। ফাঁড়িতে বোমাবাজি করাচ্ছেন। বস্তিবাসীদের উপর পুলিশের লাঠিচার্জও দুঃখজনক ঘটনা। আমরা গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করে রাজনৈতিক রঙ সরিয়ে আসল দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।’ এদিকে, শনিবার রাতেও নিশান হাটে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ এলাকায় রুট মার্চ করে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?