কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কালো টাকা ফেরতের দাবিতে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহায় শনিবার সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিল বের করলেন। শনিবার সকালে মিছিল স্থানীয় এমসিআই বাসস্ট্যান্ড থেকে বের হয়ে ফরিদপুর থানা ঘুরে বিডিও কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির পর মিছিল শেষ হয়। মিছিলে কালো টাকা ফেরতের দাবি ছাড়াও নির্বাচনে কারচুপি রুখতে ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোট সহ ৪৫ টি রাষ্ট্রীয় সংস্থার বিলগ্নিকরণের বিরুদ্ধে শ্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা।
বিক্ষোভ প্রদর্শন শেষে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত মুখার্জী বলেন, কালো টাকা ফেরতের আশ্বাস দিয়ে গরীব মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা দেবার প্রতিশ্রুতি পূরণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়া ৮৫টি রাষ্ট্রায়ত্ব সংস্থাকে নিজেদের স্বার্থে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে। তারমধ্যে দুর্গাপুরের এএসপি কারখানাও রয়েছে। ৪৫ টি রাষ্ট্রীয় সংস্থায় যদি বিলগ্নিকরণ হয় প্রচুর শ্রমিক বেকার হয়ে পড়বে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইভিএমে কারচুপি করেই লোকসভা নির্বাচনে বৈতরণী পার হয়েছেন। তাই ইভিএমের পরিবর্তে আমরা ব্যালট পেপার চাইছি নির্বাচনে। আমাদের দাবি না মানলে আমরা সংঘবদ্ধ ভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো বিজেপি সরকারের বিরুদ্ধে।’