দুর্গাপুর নগর নিগমের ২৮ নং ওয়ার্ড সগড় ভাঙ্গার চড়কতলায় সোমবার রাতে দুষ্কৃতিরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার সকালে এই খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। কোক ওভেন থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা দলীয় কার্যালয়টি দুষ্কৃতিরা ভেঙে দেওয়ার এবং অফিসের সমস্ত আসবাব পত্রে অগ্নিসংযোগ করার অভিযোগ করলেও এলাকার অনেকে তা মেনে নিতে পারছেন না। অনেকে মনে করছেন স্থানীয় গ্রাফাইট কারখানার ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে তৃণমুলের দলীয় কোন্দল রাস্তা অবরোধের ফলেই অপর আরেক তৃণমূলের গোষ্ঠী রাগ উগরে দিয়ে থাকতে পারে। বিভিন্ন সম্ভাবনা এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয় তৃণমূলের দলীয় কর্মীদের মাথায়। জানা গেছে দলীয় অফিসের সমস্ত আসবাব পত্র সহ টিভি সোমবার রাতের অন্ধকারে ভেঙে পুড়িয়ে দেয় দুষ্কৃতিরা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।
Like Us On Facebook