তীব্র গরমের জেরে উকিল থেকে বিচারপ্রার্থীরা অসুস্থ হতে থাকায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বর্ধমান আদালতের আইনজীবীরা কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিলেন। সোমবার বর্ধমান বর্ধমান বার অ্যাসোসিয়েশনের জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন বারের সম্পাদক সদন তা। তিনি জানিয়েছেন, চলতি সময়ে তীব্র দাবদাহ চলছে। এতে দূর দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরাও অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি আইনজীবীরাও অসুস্থ হয়ে পড়ছেন। তাই এদিনের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুক্রবার আইনজীবীরা আদালতের কোনো কাজ না করার সিদ্ধান্ত নেওয়ায় রীতিমত অসুবিধার মধ্যে পড়লেন বিচারপ্রার্থীরা। এমনকি শনি ও রবিবার দুদিন ছুটি। তাই কার্যত পরের সপ্তাহে সোমবার আদালতে আইনজীবীরা কাজ করবেন। ফলে প্রায় এক সপ্তাহ বিচার প্রক্রিয়া পিছিয়ে গেল অনেক বিচারপ্রার্থীর কাছেই। যদিও আইনজীবীদের একাংশ জানিয়েছেন, প্রতিবছরই এই তীব্র গরমের সময় আইনজীবীরা কর্মবিরতি পালন করেন। এটাই এখন নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবেই বিচারপ্রার্থীরা তাঁদের ন্যায্য বিচার পাবার ক্ষেত্রে সমস্যায় পড়বেন।

Like Us On Facebook