সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে কুলটি তৃণমূল কংগ্রেসের বিধায়কের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথ অবরোধ করল বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহী চেকপোস্টের কাছে। বুধবার সকাল ৯.৩০ থেকে পথ অবরোধ ও রাস্তার উপর টায়ার জ্বালিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। এই কর্মসূচি বেলা ১২.৩০ পর্যন্ত চলে। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অপরদিকে একই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবার দুপুর থেকে পথ অবরোধ করে ডুবুরডিহী চেকপোস্টের কাছে।