দুর্গাপুরের আই কিউ সিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে চরম উত্তেজনা তৈরি হয়। মৃত রোগীর উত্তেজিত পরিবার হাসপাতালের মূল গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান। দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হন তাঁরা।
মৃত রোগীর পরিবার সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে গলব্লাডারে স্টোনের সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন লক্ষী বাউরি(২৯)। তাঁর অস্ত্রপ্রচার হওয়ার কথা ছিল, কিন্তু আচমকা গতকাল রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে দেওয়া হয় রোগীর পরিবারের সদস্যদের। অস্ত্রপ্রচার না হওয়া সত্ত্বেও কি করে রোগীর অবস্থা হঠাৎ সঙ্কটজনক হল সেই প্রশ্ন তুলেছে রোগীর পরিবার। পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতির কারণেই রোগীর মৃত্যু হয়েছে। লক্ষী বাউরি নামে ওই মহিলা অন্ডালের উখরার বাসিন্দা। হাসপাতালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতালে। বাউরি সমাজের লোকজন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে অবস্থান শুরু করেন হাসপাতালের মূল প্রবেশ দ্বারে।