পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তর ও দুর্গাপুর নগর নিগমের যৌথ উদ্যোগে দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে ৭-৮ জানুয়ারি দুই দিন ব্যাপী পৌরস্তর ছাত্র-যুব উৎসব ২০১৭ সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। দুর্গাপুর নগর নিগমের ৪৩ টি ওয়ার্ডের ৫-৪০ বয়সী বাসিন্দারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সঙ্গীত, নাটক, নৃত্য, বাদ্য যন্ত্র, তাৎক্ষনিক বক্তৃতা, আবৃত্তি সহ সংবাদ পাঠের প্রতিযোগিতা থাকছে ছাত্র-যুব উৎসবে। শনি ও রবিবার চলবে এই সাংস্কৃতিক উৎসব। প্রতিদিন সকাল ৯ টায় শুরু হবে প্রতিযোগিতা। উৎসব কমিটি সূত্রে জানা গেছে একাধিক বিভাগে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীদের বিভাগের নিয়ম অনুযায়ী প্রত্যেক বিভাগের জন্য আলাদা আবেদন পত্র জমা করতে হবে।
দুর্গাপুর মহকুমা তথ্য আধিকারিক শান্তনু চক্রবর্ত্তী বর্ধমান ডট কমকে বলেন,” ৭ ও ৮ জানুয়ারি দুর্গাপুরে সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়ামে পৌরস্তর ছাত্র-যুব উৎসব অনুষ্ঠিত হবে। দুর্গাপুর নগর নিগম এলাকার বাসিন্দারা এই উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।”