তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ায় দুর্গাপুর শিল্পাঞ্চলে মঙ্গলবার রাতে বিজেপি পার্টি অফিস ও নেতাদের বাড়িতে ইঁট ছোঁড়া হল, ভাঙল জানালার কাঁচ। অভিযোগ পাল্টা অভিযোগে দুর্গাপুর শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিজেপি নেতাদের বাড়ি ও অফিসে হামলার অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর শিল্পাঞ্চাল তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম মুখার্জী পাল্টা অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক চক্রান্তের শিকার তৃণমূল কংগ্রেস সাংসদরা।
বুধবার সকালে দুর্গাপুর শিল্পাঞ্চাল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দুর্গাপুরের সগড়ভাঙ্গা এলাকায় ৯ নং জাতীয় সড়ক অবরোধ করে। দুর্গাপুরের সিটি সেন্টারে এডিডিএ অফিসের সামনে দুর্গাপুরের মেয়রের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে তৃণমূল কর্মীরা। শিল্পাঞ্চালের সর্বত্রই তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদ মিছিল বের করে। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার থেকে বিজেপি নেতৃত্বও হামলার প্রতিবাদে আন্দোলনে নামছে দুর্গাপুর শিল্পাঞ্চলে এবং এই ঘটনা পুলিশকে জানান হয়েছে।