পাঠান ছবি নিয়ে বিতর্কের আঁচ এবার বর্ধমানেও। পাঠান ছবিতে গেরুয়া রঙ ব্যবহার নিয়ে রবিবার সকালে বর্ধমানে পাঠান ছবির পোস্টার পুড়িয়ে বিক্ষোভ দেখালেন সনাতনী হিন্দুদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, পাঠান ছবিতে গেরুয়া রঙকে যেভাবে ব্যবহার করা হয়েছে তাতে সনাতনী হিন্দুদের ভাবাবেগকে আঘাত করা হয়েছে। এই অভিযোগ তুলে বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে পাঠান ছবি বয়কট করার আবেদন জানানোর পাশাপাশি শাহরুখ খানের ছবি ও পাঠান সিনেমার পোস্টারে আগুন লাগিয়ে সনাতনী হিন্দুদের একাংশের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হল।

বিক্ষোভকারীদের পক্ষে পুজা দেবনাথ জানিয়েছেন, গেরুয়া ত্যাগের প্রতীক, সনাতনীদের প্রতীক। সেই রঙকে নিয়ে নোংরামি করা হচ্ছে। যা সনাতনীদের ভাবাবেগে আঘাত করছে। পুজা দেবনাথ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই গেরুয়া রং নিয়ে একটা নোংরামি করা হচ্ছে। তিনি জানিয়েছেন, বর্ধমানের কোন সিনেমা হলেই তাঁরা পাঠান ছবি চলতে দেবেন না। যেখানেই এই ছবি চালানো হবে সেখানেই তাঁরা বিক্ষোভ সংগঠিত করবেন।

Like Us On Facebook