ট্রেন টিকিটের কালোবাজারি রুখতে শুক্রবার অভিযান হল দুর্গাপুরে। আসানসোল ডিভিশনের রেলওয়ে অপরাধ দমন শাখার আধিকারিকরা ও দুর্গাপুর আরপিএফ যৌথভাবে শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের রেলওয়ে টিকিট কাউন্টারে বিশেষ অভিযানে তিনজন সন্দেহভজন ব‍্যাক্তিকে রেলেওয়ে অপরাধ দমন শাখার আধিকারিকরা আটক করে দুর্গাপুর রেল পুলিশের হাতে তুলে দেয়।

জানা গেছে, ধৃতদের নাম রাজু যাদব, দেবপ্রসাদ কুন্ডু ও মহেশ কুমার রায়‌। ধৃতদের কাছ থেকে ১১৩০ টাকা মূল্যের একটি দুর্গাপুর থেকে কানপুর যাওয়ার টিকিট, ১৬৯০ টাকা মূল্যের একটি হাওড়া থেকে চেন্নাই যাওয়ার টিকিট, নগদ ২১৮০ টাকা ও টিকিট বুকিং এর পাঁচটি ফর্ম পাওয়া গেছে বলে জানা গেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দুর্গাপুর রেল পুলিশের হাতে তুলে দেয় রেলের আসানসোল ডিভিশনের অপরাধ দমন শাখার আধিকারিকরা। ধৃতদের বিরুদ্ধে ইন্ডিয়ান রেলওয়ে অ্যাক্টের ১৪৩ ও ১৪৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Like Us On Facebook