রাতের দুর্গাপুরের সৌন্দর্য্য বৃদ্ধি করতে এবং রাস্তার অন্ধকার কাটাতে নতুন ভাবে পথবাতি লাগানোর কাজ শুরু হল। প্রাথমিক ভাবে দুর্গাপুর নগর নিগমের সামনের রাস্তায় পথবাতি লাগানো শেষ হয়েছে। পরবর্তী পর্যায়ে দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে লাগানো হবে এই সুন্দর বাতি স্তম্ভ। তারপর ধীরে ধীরে দুর্গাপুরের সর্বত্র লাগানো হবে এই পথবাতি।

দুর্গাপুর নগর নিগমের আলো দপ্তরের মেয়র পারিষদ ধর্মেন্দ্র যাদব বলেন, আমরা দুর্গাপুরের সৌন্দর্যায়নের উপর বিশেষ জোর দিয়েছি। প্রাথমিক ভাবে দুর্গাপুর নগর নিগমের সামনের রাস্তায় পথবাতি লাগানো হয়েছে। পরবর্তী পর্যায়ে দুর্গাপুরের ভিড়িঙ্গী বেনাচিতি ধরে নাচন রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে লাগানো হবে এই নতুন পথবাতি। শীঘ্রই এইসব পথবাতি রাতের দুর্গাপুরের সৌন্দর্য বৃদ্ধি করবে। উল্লেখ্য, গত বছর বিগত দুর্গাপুর নগর নিগমের পুর বোর্ডের আলো দপ্তরও দুর্গাপুরের সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার বাতি স্তম্ভের গায়ে মায়াবী নীল-সাদা এলইডি চেন লাইট লাগিয়েছিল।

Like Us On Facebook