হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গ সহ সারা রাজ্যে কোথাও কম তো কোথাও বেশী বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার ভোরে বৃষ্টির মধ্যেই রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢাকা পড়ে, ঘন কুয়াশায় চাদরে ঢেকে যায় দুর্গাপুরের বিভিন্ন এলাকা। রাস্তায় দৃশ্যমানতা কমে যায়। এরপর বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টি কমে গেলেও সন্ধ্যা নামার আগেই ঘন কুয়াশার চাদরে ফের ঢেকে যায় দুর্গাপুরের বিভিন্ন এলাকা। সন্ধ্যায় রাস্তায় দৃশ্যমানতা ছিল খুবই কম। রাস্তায় যান চলাচলের গতি কমে যায়। শীতের শেষ বেলায় ফের একবার দুর্গাপুরের অলিগলি ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। মানুষ বৃহস্পতিবার সন্ধ্যার এই দৃশ্য বেশ উপভোগ করেন।
Like Us On Facebook