শুক্রবার বিধাননগর এলাকার একটি বাড়ি থেকে সোনার চেন, আংটি, দুল সহ রুপোর বেশ কিছু অলঙ্কার চুরি যাওয়ার অভিযোগ করা হয় নিউ টাউনশিপ থানার অর্ন্তগত বিধাননগর ফাঁড়িতে। তদন্তে নেমে বিধাননগর ফাঁড়ির পুলিশ টেটিখোলা বিবেকানন্দ পার্ক এলাকা থেকে দশম শ্রেণির এক পড়ুয়াকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় চুরি যাওয়া সমস্ত অলঙ্কার। আজ তাকে আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, এই অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে আগে কোনরকম চুরির কোন অভিযোগ নেই।
Like Us On Facebook