পুলিশি অভিযানে জামালপুরের ঝাপানডাঙা রেল বস্তি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র সহ প্রচুর চোরাই গহনা, ইলেকট্রনিক সামগ্রী, বেশ কয়েকটি মোবাইল এবং একটি মোটর বাইক। জামালপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ মে চুরির অভিযোগে ইমাম হোসেন মোল্লা ওরফে রাজা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হয়। পুলিশ তপন দাস নামে আরও একজনের নাম ও চোরাই মালের কথা জানতে পারে। সেই সূত্রে সোমবার জামালপুরের ঝাপানডাঙার রেল বস্তি এলাকায় ইমাম হোসেন মোল্লা ওরফে রাজার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই প্রচুর পরিমাণে চোরাই গহনা, ইলেকট্রনিক্স সামগ্রী, বেশ কয়েকটি মোবাইল ও একটি চোরাই বাইক উদ্ধার করে পুলিশ। পরে তপন দাসের বাড়িতেও হানা দিয়ে পুলিশ সেখান থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। তপন দাসের আদি বাড়ি নদীয়ার শান্তিপুরে হলেও বর্তমানে তিনি জামালপুরের ঝাপানডাঙায় বসবাস করছেন।