মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বর্ধমানের মিষ্টি হাব ফের চালুর জন্য প্রশাসনিক উদ্যোগ শুরু হলেও কার্যত সিংহভাগ দোকানদার দোকান খুলতে রাজি হননি। এ ব্যাপারে প্রশাসনের কাছে তাঁদের অপারগতাও লিখে জানান। যদিও প্রশাসনের সাফ নির্দেশ ছিল চলতি মে মাসের ২৩ তারিখের মধ্যে খুলতে হবে সব দোকান। নাহলে প্রশাসন দোকানদারদের হাত থেকে সমস্ত দোকান নিয়ে নেবে এবং ভবিষ্যতে সেগুলিকে স্বনির্ভরগোষ্ঠীদের মাধ্যমে চালু করা হবে। কার্যত প্রশাসনের সেই নির্দেশ মেনে সোমবার ২৩ মে মাত্র ৫টি দোকান খুললেও বেশিরভাগ দোকানই রইল বন্ধ। এদিন খোলা ৫টি দোকানের মধ্যে ৪টি মিষ্টির এবং একটি ফাস্ট ফুডের। যদিও এদিন এব্যাপারে জেলা প্রশাসনের কোন বক্তব্য পাওয়া যায় নি।

Like Us On Facebook