দুর্গাপুরের সিটি সেন্টারের পর পর দুটি ফ্ল্যাটে চুরির ঘটনায় সিটি সেন্টার জুড়ে আতঙ্ক ছড়ায়। জানা গেছে নিরাপত্তারক্ষী থাকা স্বত্বেও সিটি সেন্টারের অভিজাত এলাকা বিদিশা বিল্ডিং-এর পর পর দুটি ফ্ল্যাটে গতকাল গভীর রাতে ফ্ল্যাটের মালিকদের অনুপস্থিতিতে তালা ভেঙে চুরি হয়। রবিবার সকালে চুরি হওয়া ফ্ল্যাটের দরজা হাট করে খোলা দেখে পড়শিরা পুলিশে খবর দিলে পুলিশ এসে দেখে বাড়ির সব জিনিস লন্ডভন্ড করা রয়েছে। পুলিশ ফ্ল্যাটের মালিকদের খবর দিলে ফ্ল্যাটের মালিক ছুটে আসেন ফ্ল্যাটে। ফ্ল্যাটের এক মালকিন রীতা দাস ফ্ল্যাটে নিরাপত্তারক্ষী থাকা সত্বেও ফ্ল্যাটে চুরি হওয়ায় হতবাক। তিনি বলেন বুঝতে পারছি না কি কি গেছে। তবে যা যা খোঁজ করছি সবই তো দেখতে পাচ্ছি না। তবে কানের দুল সোনার হার সহ বহু মুল্যবান জিনিস গেছে। এই খবর ছড়িয়ে পড়তে গোটা সিটি সেন্টার জুড়ে চুরির আতঙ্ক ছড়ায়। পুলিশ ডিউটিরত রাতের নিরাপত্তারক্ষীকে আটক করেছে। দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী বলেন চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Like Us On Facebook