স্বামী বিশ্বনাথ পাড়িয়ালের তৃণমূলে যোগদানের জল্পনা উসকে দিয়ে রবিবার কংগ্রেস ছেড়ে ফের তৃণমূলের ঝান্ডার তলায় আশ্রয় নিলেন বিশ্বনাথ পাড়িয়ালের স্ত্রী রুমা পাড়িয়াল। রবিবার দুর্গাপুরে নাচন রোড ধরে চলা ২১ জুলাই শহীদ স্মরনে ধর্মতলা চলোর সমর্থনে রাজ্য স্তরের শীর্ষনেতাদের মহামিছিল শেষে প্রান্তিকায় এক সমাবেশে দুই বর্ধমান জেলার তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী অরুপ বিশ্বাস রুমা পাড়িয়ালের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। একই সঙ্গে বিশ্বনাথ পাড়িয়ালের অনুগত চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ও প্রকাশ্যে কংগ্রেস ছেড়ে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন এদিন। সভা শেষে অরুপ বিশ্বাস সাংবাদিকদের বিশ্বনাথের যোগ দান প্রসঙ্গ কৌশলে এড়িয়ে বলেন আমার বোন রুমা পাড়িয়াল তাঁর পুরানো ঘরে ফিরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে এলাকার মানুষের জন্য কাজ করবে। একই ভাবে রমাদেবী দক্ষ একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মোড়কে নিজেকে মুড়ে সাংবাদিকদের তির্যক প্রশ্ন সামলে সংসারে স্বামী বিশ্বনাথ ও রাজনৈতিক মঞ্চে বিশ্বনাথকে আলাদা ভাবে উপস্থাপনা করে স্বামী বিশ্বনাথের তৃণমূলের যোগদান প্রসঙ্গ বিশ্বনাথের ব্যক্তিগত বিষয় বলে বিশ্বনাথের তৃণমূলে যোগদানের বিষয়টি সুকৌশলে এড়িয়ে গিয়ে অরূপ বাবুর বক্তব্যকেই সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এদিন ২১ জুলাই ধর্মতলা চলো মিছিল হলেও অরূপ বিশ্বাস দুর্গাপুরের আসায় বিশ্বনাথের যোগদান ও প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে জল্পনায় তুঙ্গে উঠে কিন্তু এদিন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ না হলেও সব জল্পনা উস্কে বিশ্বনাথের স্ত্রী রমা দেবী অরূপ বিশ্বাসের হাত থেকে ঝান্ডা তুলে নিয়ে তৃনমুলে যোগদান করায় বিশ্বনাথের ২১ শে জুলাই ধর্মতলায় যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা।

Like Us On Facebook