.

দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির অন্তর্গত ৫৪ ফুট এলাকায় একটি ভাড়া বাড়ির বাসিন্দা, আইন কলেজের দুই ছাত্রের মোবাইল ও নগদ ২৪ হাজার টাকা চুরির ঘটনায় শনিবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, তাঁরা দুর্গাপুরের গান্ধী মোড়ের একটি বেসরকারি আইন কলেজের ছাত্র। একজন হাওড়ার বাসিন্দা অন্যজনের বাড়ি মুর্শিদাবাদে। দু’জনেই ৫৪ ফুট এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। অভিযোগ, শনিবার ভোররাতে চোরের দল কোনভাবে বাড়িতে ঢুকে মোবাইল ও নগদ ২৪ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তাঁরা জানান, কলেজে সেমিস্টার ফি দেওয়ার জন্য রাখা টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর। শনিবার সকালে এই বিষয়ে ফরিদপুর ফাঁড়িতে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook