বুদবুদে গলসি-১ কৃষক বাজারে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে ঠান্ডার মধ্যে রাত থেকেই অপেক্ষা করছেন ধান বিক্রি করতে আসা কৃষকরা। নভেম্বরের শেষে ঠান্ডার প্রকোপ বেড়েছে। সন্ধ‍্যা নামার সাথে সাথেই পারদ বেশ কিছুটা নিম্মমুখী। রাত গভীর হলে আরও বাড়ছে ঠান্ডার প্রকোপ। শীতের রাতে খোলা আকাশের নীচে পলিথিন খাটিয়ে গলসি-১ কৃষক বাজারের ফটকের সামনে রাস্তায় প্রতিদিনই শুয়ে থাকছেন গলসি ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকার কৃষকরা।

জানা গেছে, সরকারি সহায়ক মূল্যে ধান কেনার জন্য প্রতিদিন এক একটি অঞ্চলের কৃষকদের কুপন দেওয়া হচ্ছে। তাই ধান বিক্রি করার কুপন সংগ্ৰহের জন‍্য বুদবুদের মানকর রোডে কিষাণ মান্ডির সামনে রাত জেগে অপেক্ষা করছেন ধান বিক্রি করতে ইচ্ছুক চাষীরা। সরকারি সহায়ক মূল‍্যে নিজেদের জমির ধান বিক্রির জন‍্য ঠান্ডা উপেক্ষা করেই অপেক্ষা করছেন কৃষকরা। দেরীতে এলে কুপন নাও পেতে পারেন, ধান বিক্রি করতে দেরী হলে শোধ করতে পারবেন না লেবারদের টাকা বা ঋণের টাকা। পরবর্তী বোরো ধানের চাষ শুরু করতেও সমস‍্যায় পড়তে হতে পার। দ্রুত ধান বিক্রি না হলে আর্থিক সমস্যা বাড়বে। এইসব কারণে রাতেই চাষীরা চলে আসছেন গলসি-১ কৃষক বাজারের সামনে, যাতে আলো ফুটলেই লাইনে দাঁড়ানো যায় ধান বিক্রির কুপন সংগ্ৰহের জন‍্য।

Like Us On Facebook