.

শনিবার ভোর রাতে কোকওভেন থানার অন্তর্গত অঙ্গদপুরের রাতুড়িয়া শিল্পতালুকে এক বেসরকারি কারখানায় ভয়াবহ ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, ২৫ জনের এর দুষ্কৃতিদল ওই বেসরকারি কারখানার একদিকের সীমানা পাঁচিল কেটে কারখানার ভিতরে ঢুকে মেকানকিক্যাল বিভাগে ঢুকে কপারের প্লেট সহ দামী যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য বেশ কয়েক লক্ষ টাকা বলে দাবি। দুষ্কৃতিদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন কারখানার এক নিরাপত্তারক্ষী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

Like Us On Facebook