এ যেন চোর আর পুলিশের মধ্যে লুকোচুরি চলছে। গত দুই মাস ধরে চোরের দল দুর্গাপুর শহর জুড়ে একের পর এক চুরি করে চলেছে। আর পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি এসে সেই চুরির কিনারা করতে হিমসিম খাচ্ছে।

গত তিন দিন ধরে দুর্গাপুরের তিন প্রান্তে টানা চুরির ঘটনায় দুর্গাপুর জুড়ে জনমানসে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রবিবার বেনাচিতিতে লটারির দোকানে চুরি, সোমবার মামড়াবাজারে দশকর্মা দোকানে চুরির পর মঙ্গলবার ফের দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিজিওনাল অফিসের সামনে রাখা গাড়ির কাঁচ ভেঙে চোরের দল ১৫ হাজার টাকা ও ব্যাঙ্কের চেক বই সহ গুরুত্বপূর্ণ ব‍্যবসায়িক কাগজপত্র নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

জানা গেছে, বুদবুদের পেট্রল পাম্প ও গ‍্যাস এজেন্সির মালিক বরকৎ হোসেন সিটি সেন্টারের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিজিওনাল অফিসে নিজের ব‍্যবসায়িক কাজকর্ম সারতে অফিসের সামনে নিজের গাড়িটি রাখেন। কাজ সেরে ফিরে এসে দেখেন তাঁর গাড়ির কাঁচ ভেঙে গাড়ির পিছনের সিট থেকে একটি ব‍্যাগ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। বরকৎ সাহেব বলেন, ওই ব‍্যাগে নগদ ১৫ হাজার টাকা ও ব্যাঙ্কের চেক বই সহ গুরুত্বপূর্ণ ব‍্যবসায়িক কাগজপত্র ছিল।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের রিজিওনাল অফিসের সামনে দুর্গাপুরের সম্পত্তি সংক্রান্ত রেজিস্ট্রেশন অফিস। সেখানেও প্রায়ই ছোটখাটো চুরির ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ। রেজিস্ট্রি অফিসের কর্মীরাও মঙ্গলবার গাড়ির কাঁচ ভেঙে অভিনব কায়দায় চুরির ঘটনায় স্তম্ভিত।


Like Us On Facebook